তোকে ছেরে থাকার মধ্যে আছে তোকে ফিরে পাওযার আশা ,
কখনো না কখনো বা বুঝি,
মন মেনে নিতে চায় না তোর চলে যাওয়া,
কিন্তু নেই কোনো অধিকার যে তোকে ধরে রাখি |
কখনো না কখনো বা বুঝি,
মন মেনে নিতে চায় না তোর চলে যাওয়া,
কিন্তু নেই কোনো অধিকার যে তোকে ধরে রাখি |
হয়তো তুই ফিরবি আমার কাছে,
জরিয়ে ধরে, নিবি আপন করে,
বাসবি ভালো আরো অনেক বেশি |
দিবি সব যন্ত্রনা ভুলিয়ে,
খুশিতে জিবন ভরিয়ে,
চোখের জল মুছে, ফুটিয়ে দিবি মুখে হাশি |
জরিয়ে ধরে, নিবি আপন করে,
বাসবি ভালো আরো অনেক বেশি |
দিবি সব যন্ত্রনা ভুলিয়ে,
খুশিতে জিবন ভরিয়ে,
চোখের জল মুছে, ফুটিয়ে দিবি মুখে হাশি |
তোর চোখে হারিয়ে ফেলি নিজেকে,
আর তোর হাশিতে খুজে পাই
নতুন করে বাঁচার শত কারন,
তাই বার বার শুধু তোকেই চাই |
আর তোর হাশিতে খুজে পাই
নতুন করে বাঁচার শত কারন,
তাই বার বার শুধু তোকেই চাই |
দেখতে দেখতে এসে যাবে সেই দিন
কাছে টেনে বলব কানে কানে,
"শুধু অপেক্ষা নয় এ আমার,
বাবু, ভালবাশি তোকে, আর বাসব চিরদিন |"
কাছে টেনে বলব কানে কানে,
"শুধু অপেক্ষা নয় এ আমার,
বাবু, ভালবাশি তোকে, আর বাসব চিরদিন |"
P.S- Sometimes vernacular does what English cannot.
#dedicated
#dedicated
No comments:
Post a Comment